জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ধলিগাঁও গ্রামের যুবক জাবের আহমদ গত ২২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর অচেনা এক নম্বর থেকে পরিবারকে সাড়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবির ফোন আসে এবং না দিলে তাঁকে নাশ করার হুমকি দেয়া হয়—পরিবার সূত্রে উঠে এসেছে। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।
পরিবারের বরাত দিয়ে জানানো হয়, জাবের যিনি পেশায় সুপারি ব্যবসায়ী, ২২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ঈদগাহ বাজার থেকে সুপারি কিনতে বাবুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। বিকেল সাড়ে চারটায় বাবুর বাজার থেকে তিনি শেষবার ফোন করেন; এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার জকিগঞ্জ থানায় খবর দেয়।
পরিবার বলেছে, নিখোঁজের পর তাদের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন করে জাবেরের মুক্তিপণ হিসেবে ৩৫০,০০০ (তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা দাবী করা হয় এবং টাকা না দিলে জাবেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঁচানোর জন্য স্থানীয়দের সহযোগিতা চান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বলেন, “ভুক্তভোগী পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মোবাইল ট্র্যাকিং করে ২৩ সেপ্টেম্বর জাবেরের শেষ অবস্থান শনাক্ত করা গেছে। আমরা সেই সূত্র ধরে তল্লাশি ও অনুসন্ধান চালাচ্ছি—সতর্কতা অবলম্বন করে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা চলমান রয়েছে।”
স্থানীয়রা ও পরিবার সদস্যরা সবাইকে অনুরোধ করেছে—যদি কারো কাছে জাবের আহমদের অবস্থান বা সন্দেহজনক কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে অবিলম্বে ০১৪০০৫৯০৪৬৯ নম্বরে জানাতে। নিরাপত্তা ও দ্রুত অনুসন্ধানের স্বার্থে পুলিশেরও সহযোগিতা অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী উৎকণ্ঠার সঙ্গে পুলিশের তৎপরতা ও দ্রুত অনুসন্ধানের প্রত্যাশা করছে। তদন্ত ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া মাত্র সংবাদে প্রকাশ করা হবে।