পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সংগঠন আবাবিল আয়োজিত নাত, উপস্থিত বক্তৃতা ও সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান হোসেন এবং সঞ্চালনা করেন তানভীর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত ও সাংবাদিক মাহতাব উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনবৃত্তান্ত সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে সীরাতচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অনুকরণীয়।”
অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশন করেন শাকিলা ইয়াসমিন সুন্নাহ, স্বাগত বক্তব্য রাখেন সুজন উদ্দিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মাহফুজ আল রাহি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত, জাহিদ হাসান, কাওসার হোসাইন, মিজানুর রহমান কামরান, ছাফওয়ান আহমদ প্রমুখ।
পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর (শনিবার) আবাবিল আয়োজিত সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।