বিশ্বনাথ প্রতিনিধি : রোগীদের সরকারি স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বাধা দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানভীর হোসেন নামে এক দালালকে হাতেনাতে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দালাল তানভীর হোসেন উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
একই অভিযানে হাসপাতালের টিকিট কাউন্টারে নানা অনিয়ম ধরা পড়ে। এই কারণে স্টাফ আলী আমজাদকে সতর্কতামূলক ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার মির্জারগাঁও গ্রামের তছির উদ্দিনের ছেলে। অপর একজনকে কেবল সতর্ক করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। তিনি জানান, জনসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।