তোয়াকুলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উমর আলী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, “দেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র ও ন্যায়বিচার পদদলিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের শক্তিকে সঙ্গে নিয়েই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমানের ৩১ দফা পুরো জাতির মুক্তির রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “সিলেট-৪ আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের পতন ঘটানো সম্ভব।”

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মতিন, সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সিদ্দিকী, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস ডালিম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা যুগোপযোগী রূপরেখা, যা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন