আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর কার্ডিফ সফর সম্পন্ন


কার্ডিফ (যুক্তরাজ্য) প্রতিনিধি :

বাংলাদেশের প্রখ্যাত ইসলামী গবেষক ও দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর দাওয়াতি সফর যুক্তরাজ্যের কার্ডিফে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সফরকালে তিনি কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ এবং পরিচালনা করেন শাহজালাল মসজিদের ট্রাস্টি ও জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর। এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের নেতৃবৃন্দসহ স্থানীয় আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


মতবিনিময়ে আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আল্লাহ তাআলা যাকে কোনো ভালো কাজে যুক্ত করেন, এটি তার জন্য বিশেষ অনুগ্রহ। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানই হলো সমাজে নেক কাজের প্ল্যাটফর্ম।” তিনি কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগকে কুরআনের আলোয় শিশুদের আলোকিত করার মহৎ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাদ যোহর তিনি কার্ডিফ শাহজালাল মসজিদে কমিউনিটি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্যের জন্য দোয়া পরিচালনা করেন। দিনশেষে আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের উদ্যোগে কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন। এতে কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন