ইউএনও এবার শ্রেণিকক্ষে শিক্ষক


মতিউর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি ::

প্রশাসনিক ব্যস্ততা, দাপ্তরিক সভা কিংবা উন্নয়ন কার্যক্রম—এসবই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিত্যদিনের কাজ। তবে এবার ভিন্ন এক রূপে দেখা গেলো সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীকে। হঠাৎই তিনি হয়ে গেলেন শিক্ষক।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব জাফলং ইউনিয়নের একটি গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিশুদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা করেন এবং পড়াশোনার সহজ কৌশল শিখিয়ে দেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যার তাদের মজার মজার গল্প শুনিয়েছেন, প্রশ্ন করেছেন এবং পড়া মনে রাখার উপায় শিখিয়েছেন। খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব সম্পর্কেও অভিভাবকের মতো পরামর্শ দিয়েছেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, “ইউএনও স্যার শুধু শিশুদের পাঠদানই করেননি, আমাদেরও শিক্ষা উন্নয়ন নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।”

নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “শিশুদের পড়াতে আমার ভীষণ ভালো লাগে। এতে শিক্ষার্থীদের শেখানো যেমন হয়, তেমনি সরেজমিনে বিদ্যালয়ের সমস্যাও চিহ্নিত করা যায়। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। একজন সরকারি কর্মকর্তা ও নাগরিক হিসেবে শিক্ষা খাতে অবদান রাখতে পারা আমার জন্য গর্বের বিষয়।”

তিনি সীমান্ত এলাকায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য স্থানীয় যুবসমাজের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন