অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেটে নাগরিক সমাজের পদযাত্রা


সিলেটে অবৈধ যানবাহন বন্ধে রাজপথে নেমেছেন নাগরিক সমাজ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দরবাজারের কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া পদযাত্রা চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সকাল থেকেই কোর্ট পয়েন্টে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিক। সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন—‘অবৈধ গাড়ি চলবে না’, ‘নগরবাসীর প্রাণের দাবি, অবৈধ যানবাহন বন্ধ করো’, ‘ব্যাটারিচালিত রিকশা মরণফাঁদ’, ‘রাজপথ-ফুটপাত দখলমুক্ত করো’।

সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে নগরে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। তবে সাম্প্রতিক অভিযানের ফলে হাসপাতালের জরুরি বিভাগে ভিড় কমেছে, যানজটও কিছুটা লাঘব হয়েছে। তারা অবৈধ যানবাহন দমন ও নগরের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দুর্গাপূজার পর আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন