বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মকে সঠিক আকিদার আলোকে ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। গত ৭ই সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী পর্বে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্ব শেষে উদ্বোধনী ক্লাসে সুরা ফাতিহা পাঠ করান জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং সুরা ইখলাস পাঠ করান শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম এবং কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও শাহজালাল মসজিদের ট্রাস্টি কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর। এতে সভাপতিত্ব করেন দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্।
এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, সহকারী ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী প্রমুখ।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান ও মাইন উদ্দিন আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, মানুষের জীবনের সর্বক্ষেত্রে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। তবে দ্বীনি ইলম প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এ জ্ঞান মানুষকে স্রষ্টা সম্পর্কে অবগত করে, সঠিক জীবনপথ দেখায় এবং দুনিয়া-আখেরাতে মর্যাদা দান করে।
প্রথম দিনের অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কমিউনিটিতে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেক অভিভাবক সন্তানদের ভর্তি করানোর পাশাপাশি মাদ্রাসার অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসায় ক্লাস অনুষ্ঠিত হবে।