ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দিপক বিশ্বাস নামের এক যুবকের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে জকিগঞ্জ থানায় বুধবার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম. মামুন, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা ফদ্বলুর রহমান, ইউপি সদস্য লুতফুর রহমানসহ স্থানীয় মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, শুভ্রকান্তি দাস চন্দন, সাংবাদিক শ্রীকান্ত পাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস, কর্ণমায় দাস, নরেন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য নব কিশোর বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও বৈঠকে অংশ নেন।
বৈঠকে দিপক বিশ্বাস, তার বাবা ও আত্মীয়রা উপস্থিত সকলের সামনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে করা ওই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনো করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ইসলাম ধর্মে ক্ষমার মহৎ গুণের প্রতি গুরুত্বারোপ করে জকিগঞ্জের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে ক্ষমা করে দেন।