অনলাইনে বিমানের টিকিট বিক্রির জনপ্রিয় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শত কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া গেছে, ওয়েবসাইটে ডুকা না এবং গ্রাহকরা কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ফ্লাইট এক্সপার্ট এর ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট ছিল ২০২৬ সালের হজ প্যাকেজ নিয়ে, যেখানে রেজিস্ট্রেশন চলছে বলে জানানো হয়।
প্রতিষ্ঠানটির সেলস ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, ফ্লাইট এক্সপার্ট মালিক গতরাতেই দেশ ছেড়ে চলে গেছেন। কেউ কেউ দাবি করছেন, প্রতিষ্ঠানটিতে বহু ট্রাভেল এজেন্সি শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে।
২০১৭ সালের মার্চ মাসে একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এরপর দেশি-বিদেশি এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিতে থাকে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে, অনলাইনে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট বুকিং এবং সহজ পেমেন্ট সুবিধার কারণে গ্রাহকদের কাছে এটি সহজে জনপ্রিয়তা পায়। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ এবং ওয়েবসাইট বন্ধ পাওয়া যাচ্ছে।