সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। এখানে ১০টি দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৬টি করে দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জে প্রাণ গেছে ৬ জনের, আহত হয়েছেন ১২ জন। হবিগঞ্জে মৃত্যু হয়েছে ৭ জনের, আহত ১০ জন। মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন ২ জন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১০ জন, সিএনজি ও লেগুনার চালক বা যাত্রী ছিলেন ৬ জন এবং চালক ছিলেন ১২ জন। এছাড়া পথচারী হিসেবে নিহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে ২১ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। ১৪টি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১৫ জন। গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন ৪টি দুর্ঘটনায়। এছাড়া বৈদ্যুতিক খুঁটি কিংবা গাছে ধাক্কা লেগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
এর আগের গত জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছিলেন।