সিলেট বিভাগে জুলাইয়ে সড়কে প্রাণ গেল ২৬ জনের


সিলেট বিভাগে গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬১ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসজুড়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলায় মোট ২৬টি সড়ক দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। এখানে ১০টি দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৬টি করে দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জে প্রাণ গেছে ৬ জনের, আহত হয়েছেন ১২ জন। হবিগঞ্জে মৃত্যু হয়েছে ৭ জনের, আহত ১০ জন। মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন ২ জন।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১০ জন, সিএনজি ও লেগুনার চালক বা যাত্রী ছিলেন ৬ জন এবং চালক ছিলেন ১২ জন। এছাড়া পথচারী হিসেবে নিহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে ২১ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। ১৪টি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১৫ জন। গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন ৪টি দুর্ঘটনায়। এছাড়া বৈদ্যুতিক খুঁটি কিংবা গাছে ধাক্কা লেগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগের গত জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন