জকিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, "শুধু পুঁথিগত শিক্ষা নয়, একজন আদর্শ মানুষ হয়ে উঠতে হলে নৈতিকতা, মানবিকতা ও রাসূল (সা.)-এর জীবনাদর্শ গ্রহণ করা অপরিহার্য।"
তিনি বলেন, “আজকের সমাজে দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী জ্ঞানের চর্চা করলেও অসৎ কাজে জড়িয়ে পড়ছে—যেমন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। ছাত্রসমাজ যদি রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়, তবে এসব অপসংস্কৃতি থেকে মুক্ত থাকা সম্ভব।”
তিনি আরও বলেন, “আধুনিক পৃথিবী তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে দ্রুত এগিয়ে চলেছে। আমাদের নতুন প্রজন্মকে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে দক্ষতা, উদ্ভাবনী শক্তি এবং নৈতিকতা দিয়ে। এজন্য শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না থেকে আল্লাহভীরুতা ও নেককারদের সান্নিধ্যে আত্মিক উন্নয়নেও মনোনিবেশ করতে হবে।”
শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান এবং জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে’র কাউন্সিল মেম্বার মাওলানা আব্দুল কুদ্দুছ, আল হাবীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন, ইছামতী কামিল মাদরাসা সভাপতি আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ইছামতী কামিল মাদরাসার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সোনাসার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম এবং চাপঘাট রহিমপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ময়নুল হক।
অনুষ্ঠানে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সবার মুখে ছিলো ছাত্রসমাজকে আদর্শবান ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়।