সিলেটের বিশ্বনাথে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখা।
শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শুয়াইবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুুরুল করিম মহসিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ আহমদ, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ'র সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আকতার আলী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুর, সিলেট জেলা আল-ইসলাহ'র অর্থ সম্পাদক মো. ফয়জুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা লুৎফুর রহমান, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে ১৭৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।