সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তঘেঁষা উপজেলাগুলোতে আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ শনিবার দুপুর ১২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুনামগঞ্জ ও সিলেট জেলার ছাতক, বিশ্বম্ভরপুর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরসহ আশপাশের পাহাড়ঘেঁষা এলাকায় আগামী তিনদিন ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাগুলোতেও একই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি।