সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫’ এর তিনদিনব্যাপী বাছাইপর্ব।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে প্রথম দিনের বাছাই অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ জন প্রতিযোগী। তাদের মধ্যে ফাইনালে ওঠার জন্য ইয়েস কার্ড পান ৩ জন— হাফেজ আহমেদ জামী, হাফেজ ইমরান খান জামী ও হাফেজ ছানোয়ার হোসেন।
প্রথম দিনের বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ নজরুল ইসলাম, হাফেজ লুৎফুর রহমান আদনান, হাফেজ ইউসুফ আলী ও হাফেজ শামসুল হক রাজু।
মোনাজাতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। পরে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ফারুক মাহদী।
প্রতিযোগিতার পরিচালক আব্বাস হোসেন ইমরান জানান, তিনদিনব্যাপী এ বাছাইপর্বে উপজেলার প্রায় অর্ধশত হাফেজ অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিনের বাছাই রবিবার সকাল ১০টায় এবং তৃতীয় দিনের বাছাই সোমবার সকাল ১০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।
এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। মোট ১৬ জন প্রবাসী এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছেন।