সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও সিলেট-৫ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেইন বলেছেন, “বিগত দিনে কুরবানি হয়েছি আমরা জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ। উন্নয়নের জন্য আমরা বঞ্চিত হয়েছি। বিএনপি পরিবারকে বলি দেওয়া হয়েছে, কিন্তু এবার আমরা সেই সুযোগটা দিতে চাই না। কারণ তাদের ক্যান্ডিডেট কি এক জায়গায়? না। যেহেতু তারা একটি রাজনৈতিক দল, তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে। সিলেট-৫ আসনে জোটে প্রার্থী না দিয়ে অন্য জায়গায় দেওয়া হোক।”
জোট প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের ক্যান্ডিডেট কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয়। তাই এবার জোটের কারণে অন্য কাউকে না দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটে বিএনপির ধানের শীষের প্রার্থী দেওয়া উচিত।
ধানের শীষ প্রার্থী দাবি করে জাকির হোসেইন বলেন, “আমরা চাই জকিগঞ্জ-কানাইঘাটে বিএনপির ধানের শীষের একজন প্রার্থী দেওয়া হোক। যদি তা হয়, আমরা সর্বশক্তি দিয়ে তাঁকে বিজয়ী করব, ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।”
তিনি তরুণ ভোটারদের গুরুত্বের দিকেও ইঙ্গিত করে বলেন, “আসন্ন নির্বাচনে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সময়োপযোগী নেতৃত্ব বেছে নিয়ে তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হবে।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল চারটায় জকিগঞ্জ ডাকবাংলা মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।