জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কালের কণ্ঠ-এর সাংবাদিক আজাদুর রহমানকে সংবর্ধনা



জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান দেশের শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ আসর জকিগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ ও মাহতাব উদ্দিন। এছাড়া সদস্য আহমাদ হোসাইন আইমান, আব্দুস শহীদ শাকির, তানিম আহমদ, সাইফুর রহমান, সাপ্তাহিক সবুজ প্রান্ত প্রতিবেদক উবেদুল্লাহ তালুকদার, নিউজ অফ জকিগঞ্জ প্রতিনিধি রোমন হুসাইনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুন ঢাকায় কালের কণ্ঠ হেড অফিসে মাল্টিমিডিয়া ইনচার্জ রাজিবুল হাসান ও নুসরাত জাহান কলির কাছ থেকে আজাদুর রহমান আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন। তার এই অর্জনকে জকিগঞ্জ তথা সিলেট অঞ্চলের সাংবাদিকতা অঙ্গনে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন— “আজাদুর রহমানের এই অর্জন প্রমাণ করে সাংবাদিকতার মূল শক্তি হলো মেধা, নিষ্ঠা ও পেশাদারিত্ব। তার এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জকিগঞ্জের সাংবাদিক সমাজের জন্যও এক গৌরবের বিষয়।” তারা তার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।

সংবর্ধনা উপলক্ষে কালের কণ্ঠে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক আজাদুর রহমান বলেন— “দেশের শীর্ষ জাতীয় দৈনিকে কাজের সুযোগ পাওয়া আমার জীবনের এক বিশেষ অর্জন। আমি সর্বদা বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা করে সমাজের অসঙ্গতি তুলে ধরতে চাই। দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন