বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী।
অন্যদিকে, যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফেল করেছে বা ফল খারাপ হয়েছে, তারা পরীক্ষা দেবেন পূর্ণাঙ্গ সিলেবাসে, যা আগের বছরের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
কেন সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ সিলেবাস?
এনসিটিবির মাধ্যমিক শিক্ষাক্রম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল কবির চৌধুরী জানিয়েছেন,
"২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে নতুন কারিকুলামে পড়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হওয়ায় দশম শ্রেণিতে তারা ২০১২ সালের পুরনো কারিকুলামে পড়ছে। তাই এক বছরের উপযোগী সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থী ২০২৫ সালের পরীক্ষায় ফেল করেছে বা পুনরায় অংশ নিতে চায়, তারা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন।”
