জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় সদ্যপ্রয়াত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মাওলানা মোঃ হুছাইন আহমদ তাপাদার বারগাত্তী (রহ.)-এর ঈসালে সওয়ার উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বুধবার (২৭ আগস্ট) এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান মানিকপুরীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজার জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আজিজুর রহমান তাপাদার। বক্তব্য রাখেন মরহুম মাওলানা হুছাইন আহমদ তাপাদার (রহ) এর একমাত্র ছেলে আমিমুল ইহসান।
মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাওলানা ইমাদ উদ্দিন গোটারগ্রামী, মাওলানা ফারুক আহমদ কাচারচকী, মোঃ রফিকুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা ছাদিকুর রহমান খাদিমানী ও সহকারী শিক্ষক মাস্টার আব্দুল আলীম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. তাহের আহমেদ, মো. নিয়াজুল হক, সুফিয়ান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মো. শামছুল ইসলাম, হামদ বারী তায়ালা পরিবেশন করেন মো. মিনহাজুল ইসলাম, নাতে রাসুল পরিবেশন করেন জুবায়ের আহমদ এবং মর্সিয়া পরিবেশন করেন হাফিজ জুনেদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আজিজুর রহমান তাপাদার বলেন, “মরহুম মাওলানা হুছাইন আহমদ তাপাদার বারগাত্তী (রহ.) ছিলেন একাধারে মুহাক্কীক আলেমে দ্বীন ও কৃতী শিক্ষাবিদ। বিশেষ করে মাসআলা-মাসাইলে তাঁর জুড়ি ছিল না। গবেষণার মাধ্যমে তিনি ইলমি অঙ্গনে যে অতুলনীয় অবদান রেখে গেছেন তা ভুলার নয়। বর্তমান সময়ে তাঁর মতো একজন আলেমে দ্বীনের বড়ই প্রয়োজন ছিল।”
মাহফিলে অন্যান্য বক্তারাও তাঁর জীবনের নানাদিক তুলে ধরেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
