ফ্রি চক্ষু সেবায় পাশে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট
নিজস্ব প্রতিবেদক :
দূর পাহাড়ি ও দুর্গম জনপদে বসবাসকারী অসহায় মানুষদের চোখে আলো ফেরাতে এগিয়ে এসেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় কানাইঘাটে এক হাজারেরও বেশি মানুষ পেয়েছেন ফ্রি চক্ষু সেবা।
বুধবার সকালে কানাইঘাট উপজেলার বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শত শত মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। সেখানে প্রাথমিক চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাদের বড় ধরনের অপারেশনের প্রয়োজন, তাদের নাম নিবন্ধন ও প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনে তাদের ফ্রি অপারেশন করা হবে।
সেবা নিতে আসা এক বৃদ্ধা চোখে জল নিয়ে বলেন, “চোখে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। শহরে গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই। আজ এখানে এসে আবার আলো দেখার আশা পেলাম।”
স্থানীয়রাও জানান, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মানবিক সেবা তাদের জীবনে আশার আলো জাগাচ্ছে। তারা জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের এই উদ্যোগকে প্রাণভরে স্বাগত জানান।
এর আগে ১৪ আগস্ট জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন হয়। ধারাবাহিক এই উদ্যোগে মাসব্যাপী কানাইঘাট ও জকিগঞ্জের আরও মানুষ আলো দেখবেন বলে আশা করা হচ্ছে।