ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, তবে দেশের বৃহত্তর স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “পতিত স্বৈরাচাররা দীর্ঘ দেড় যুগ ধরে ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনতার ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। গণঅভ্যুত্থানে পালিয়ে গিয়েও তারা থেমে নেই। দেশবিরোধী ফ্যাসিস্টদের চক্রান্ত, ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে, দেশ ও জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
গত বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী তিনি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদ, কসকনকপুর ইউনিয়ন অফিস এলাকা, হাতিডহর ও আটগ্রাম স্টেশন এলাকায় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসাইন, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ, যুবনেতা আবিদুর রহমান প্রমুখ।