দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ জন নিয়োগ


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগ কার্যক্রম বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হবে। মোট ২০ ক্যাটাগরিতে ১৯১টি পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগকাল ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।

পদগুলোর মধ্যে রয়েছে—

  • ডেপুটি কো-অর্ডিনেটর (৩ জন),
  • অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (৭ জন),
  • লাইব্রেরি ইনচার্জ (৭৭ জন),
  • ড্রাইভার (ভারী যান ৬ জন ও হালকা যান ৭১ জন),
  • অ্যাডমিন, লজিস্টিক, অ্যাকাউন্টস ও মনিটরিং অফিসার,
  • ভেহিকেল মেইনটেন্যান্স অফিসার,
  • ডাটা এন্ট্রি কাম অফিস অ্যাসিস্ট্যান্ট,
  • স্টোর ইনচার্জ,
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হেলপার ও ক্লিনার।

যোগ্যতা অনুযায়ী স্নাতকোত্তর থেকে অষ্টম শ্রেণি পাস পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা অনুযায়ী বেতনসীমা ১৮,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত।

আবেদনের নিয়ম
নির্ধারিত ফরম (MS Word ফরম্যাট) বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট www.hskbd.org থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ আবেদনপত্র নিজের নামে Save করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে: kendro.hrm@gmail.com ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৫
একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে পূর্বে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: https://bskbd.org/notice/view/76

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন