সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে উপজেলা পরিষদের পুকুরে রুই ও কাতলা জাতের প্রায় ১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।
সোমবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর এবং সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা ফেরদৌসী বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ। এছাড়া বক্তব্য রাখেন মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক ও দিলদার খান, উপজেলা মৎস্যজীবী সমিতির সদস্য আলাউদ্দিন প্রমুখ।
পরে উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য দিলদার খান ও মোহন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।