মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সক্রিয়করণে ইউএনও’র গুরুত্বারোপ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 

বুধবার বিকাল ৩টায় মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। সভার সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। ইউএনও গাজালা পারভীন রুহি বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেয়ার একটি কার্যকর মাধ্যম। এটি সক্রিয় রাখতে চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসীর সম্মিলিত ভূমিকা জরুরি।” তিনি প্রতিমাসে অন্তত ৫টি মামলা গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহা আলম, সাবেক চেয়ারম্যান আব্দুল মনাফ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান ভূইয়া, আলীনকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম ফিরোজ আলম, নরপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রিপন বেগম, ইউপি সচিব সেলিম মিঞা এবং হিসাব সহকারী মিঠু দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন