হুসাইনি চেতনায় উজ্জীবিত হয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে — মনজুরুল করিম মহসিন


নিজস্ব প্রতিবেদক, 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, আশুরার তাৎপর্য কুরআন ও হাদীসে অত্যন্ত গুরুত্বসহকারে বিবৃত হয়েছে। এই দিনে মহান আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন এবং ভবিষ্যতে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এ দিনটি একাধিক নবী-রাসূলের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। তবে আশুরার মর্যাদা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে কারবালার প্রান্তরে হযরত হুসাইন (রাযি.)-এর শাহাদাতের মাধ্যমে।

তিনি বলেন, হযরত হুসাইন (রা.) তাঁর নানাজান হযরত মুহাম্মদ (সা.)-এর রেখে যাওয়া দ্বীন তথা ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে ইয়াযীদের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে শাহাদাত বরণ করেন। তিনি মাথা কাটা দিয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেননি। তাঁর এই আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন শিক্ষা—যেখানে সত্য ও মিথ্যার ফয়সালা স্পষ্ট হয়ে ওঠে। এজন্য আমাদেরকে হুসাইনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হুসাইনি আদর্শ ও ত্যাগের অনুপ্রেরণা অনুসরণ করাই সময়ের দাবী।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘আশুরার ইতিহাস ও কারবালার শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরাফাত হোসাইন-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক সরকার মো. নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আজির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছার, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. কামিল হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ফয়জুল ইসলাম ও আবুল ফজল, ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক সরকার মুহাম্মাদ নূর উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক শাহ আতিকুর রহমান কাওছারী, রাফি উদ্দিন তাওহীদ, অর্থ সম্পাদক আব্দুল গফফার, প্রশিক্ষণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন