জকিগঞ্জে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর


জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের বাসিন্দা ও পেশাদার মাছ ব্যবসায়ী জামাল উদ্দিন জামুল মিয়া (৫০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টার দিকে সুলতানপুর ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামাল মিয়া স্থানীয় শরীফগঞ্জের বাঘপাড়া এলাকার একটি ফিসারী থেকে মাছ কিনে টমটমযোগে বাবুরবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হঠাৎ একটি মহিষ টমটমের সামনে পড়ে যায়। মহিষটিকে বাঁচাতে চালক হঠাৎ ব্রেক করলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিনজন আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জামাল মিয়া পেশায় একজন পরিশ্রমী ও পরিচিত মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পিল্লাকান্দী গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের জানাজা শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় শাহ শরীফ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন