জকিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা


জকিগঞ্জ প্রতিনিধি  :

জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, লিমন আহমদ, রাসেল আহমদ, মিনহাজুল আবেদীন, ইমরান আহমদ, ফরহাদ আহমদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে আজিজ আহমদ, হাকি আহমদ ও নাঈম হাসান বিজয়ী নির্বাচিত হন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া কলেজশিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের ছাত্র ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে এ প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, নতুন বাংলাদেশ গড়তে মানুষ আজও সেই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন