জকিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মুফতি আবুল হাসানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে খেলাফত মজলিস।
১১ জুলাই ২০২৫, শুক্রবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা, ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।
এসময় তিনি সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারই অংশ হিসেবে সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসানের নাম ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা মুফতি আবুল হাসান একজন বর্ষীয়ান আলেম ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। বিভিন্ন সময় ইসলামি শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
খেলাফত মজলিস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও গতিশীল করতে ও জকিগঞ্জ ও কানাইঘাটের জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন মুফতি আবুল হাসান।
সংবাদ সম্মেলনে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।