জকিগঞ্জে ইসলামী আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মাসিক বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই, শুক্রবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম কেন্দ্রীয় সার্কুলার উপস্থাপন করেন। তিনি তা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি দ্রুত সময়ের মধ্যে উপজেলার সকল ওয়ার্ড শাখা পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—উপজেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইজ্জাদ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন উপজেলা শাখার সদস্য হাফিজ মাওলানা ইউসুফ আলী, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা বদরুল হক, হুসাইন আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন