জকিগঞ্জে খলাছড়া প্রবাসী সমাজসেবা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান


জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলার বৃহত্তর খলাছড়া প্রবাসী সমাজসেবা পরিষদের পক্ষ থেকে লন্ডনপ্রবাসী জয়নুল আবেদীন ও মালয়েশিয়াপ্রবাসী খালেদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেলে পরিষদের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আলাউদ্দিন। পরিষদের উপদেষ্টা রুবেল আহমদ শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম এবং সংবর্ধিত অতিথি লন্ডনপ্রবাসী জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের কোষাধ্যক্ষ মুনিম আহমদ, দেশের প্রতিনিধি আবুল কালাম কালন, এমাদ উদ্দিন, খলকু মিয়া, খছরুজ্জামান, মফিকুর রহমান, মাষ্টার আলতাফ হুসেন ও প্রবাসী বাছন আহমদ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট মুরব্বীগণ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরিষদের পক্ষ থেকে আগত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন