৬ দিন পর মিলল খোঁজ, কুশিয়ারা নদীতে ভেসে ছিল জকিগঞ্জের আব্দুল মালিকের নিথর দেহ


জকিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভী চক গ্রামের বাসিন্দা আব্দুল মালিক (৫৫)।

গত ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবার ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। পরে ভারতীয় একটি হাসপাতালে থাকা অজ্ঞাত মরদেহের খবর পেয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়।

শনিবার করিমগঞ্জ জেলা পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে মরদেহটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিজিবি ও পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

মরদেহ সনাক্তের পর স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এলাকার মানুষও এ ঘটনায় শোকাহত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন