শেওলা রাস্তা সংস্কারের দাবিতে জকিগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা


জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেট-জকিগঞ্জ-শেওলা সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের দাবিতে জকিগঞ্জ বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছে সিলেট জেলা বিএনপি। রবিবার (২৫ মে) বিকালে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

লিফলেট বিতরণকালে মামুনুর রশীদ বলেন, “দীর্ঘদিন ধরে শেওলা সড়কের বেহাল অবস্থায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগে রয়েছেন। চলাচলের অনুপযোগী সড়কের কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে। এই সড়কটি শুধুমাত্র জকিগঞ্জের নয়, এটি একটি আন্তর্জাতিক বন্দর সংযুক্ত সড়ক, যার দ্রুত সংস্কার এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “আগামী ১৮ জুনের মধ্যে রাস্তা সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলজিইডি অফিস ঘেরাও ও রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। এ আন্দোলনে সকল স্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।”

লিফলেট বিতরণ পরে বাদ আসর স্থানীয় এম.এ হক চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রিপন আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেটে উল্লেখিত বক্তব্য: সিলেটের উত্তর-পূর্বাঞ্চলের জকিগঞ্জ-কানাইঘাট একটি সমৃদ্ধশালী জনপদ। এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ, নদী, পাহাড়, চা বাগান, হাওর-বিল ও নান্দনিক সৌন্দর্য। এতদ্ব্যতীত, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলটি উন্নয়নবঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সব দিক থেকে পিছিয়ে পড়েছে এই জনপদ। দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণে মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিএনপি মনে করে, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি সার্বজনীন জনস্বার্থে গড়ে ওঠা একটি দাবি। জেলা সদর থেকে প্রায় ৭০-১০০ কিমি দূরে থাকা কানাইঘাট ও জকিগঞ্জের রাস্তাঘাট বিশেষ করে গাজী বুরহান উদ্দিন সড়ক, শেওলা-জকিগঞ্জ, আটগ্রাম-জকিগঞ্জ, কালিগঞ্জ-জকিগঞ্জ সড়কগুলো বর্তমানে চলাচলের অনুপযোগী। প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে সাধারণ মানুষ।

পাশাপাশি নদীভাঙন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংকট, মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এই অঞ্চল আজ অস্থিতিশীল। বারবার স্মারকলিপি ও মানববন্ধন করেও কোন সাড়া না পাওয়ায় আগামী ১৮ জুন সিলেট এলজিইডি ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

লিফলেটের শেষাংশে উল্লেখ করা হয়, “এ আন্দোলন আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। শহীদদের রক্তের বিনিময়ে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, ঠিক তেমনি শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে আমাদের এলাকার অধিকার আদায় করবো। আপনার যেকোনো সহযোগিতা ও পরামর্শ আমরা সানন্দে গ্রহণ করবো।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন