শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন করে কোনো পরিবর্তন আনছে না শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগেই ঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচি বহাল রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল ও কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হবে ১ জুন এবং শেষ হবে ১৯ জুন। এর মধ্যে সরকারি ও বেসরকারি কলেজে ঈদের ছুটি থাকবে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত। অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন।
তবে কর্মদিবসের ঘাটতি পূরণে ১৭ মে ও ২৪ মে শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ দুই দিন সব ধরনের স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে না, বরং পূর্বঘোষিত সূচি অনুযায়ী ক্লাস ও কার্যক্রম চলবে। নির্বাহী আদেশে ঘোষিত ঈদের ছুটি ১১ ও ১২ জুন পড়ায় সপ্তাহান্তের দুইটি দিন ব্যবহার করা হচ্ছে।
সবশেষে বলা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং বাড়তি ছুটির সুযোগ এবার নেই।