![]() |
ছিবি : ETV |
স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যম ETV-এর তথ্য অনুযায়ী, শান্তিপুর থানার বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখ ও তাঁর স্ত্রী মধু খাতুনের বিয়ে হয়েছিল প্রায় নয় বছর আগে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। সংসার ছিল মোটামুটি শান্তিপূর্ণ, তবে মধু খাতুন জানান, স্বামী বাপন মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় অদ্ভুত আচরণ করতেন। মধুর মুখের সৌন্দর্য ও বিশেষ করে নাক নিয়ে থাকত তাঁর অতিরিক্ত উন্মাদনা।
অভিযোগ, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে, মধু যখন ঘুমিয়ে ছিলেন, তখন বাপন আচমকা তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন এবং তা মুখে নিয়ে চিবোতে শুরু করেন! ব্যথায় ছটফট করতে করতে ঘুম ভেঙে যায় মধুর। বাঁচার জন্য প্রাণপণে স্বামীকে সরানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও রেহাই পাননি—বাপন এরপর তাঁর একটি আঙুলেও কামড় বসান।
মধু কোনওরকমে নিজেকে বাঁচিয়ে ঘর থেকে পালিয়ে যান এবং আশ্রয় নেন বাড়ির অন্য ঘরে। পরে তিনি শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপন শেখকে গ্রেফতার করে এবং তাঁকে আদালতে হাজির করে।
মধুর মা রোশনা বেগম জানান, “আমার মেয়ে ঘুমোচ্ছিল, হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে ওর নাক ও হাত। আমার জামাই আমাকেও মারতে যায়। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
এই ঘটনায় রানাঘাট জেলার পুলিশ সুপার আশিস মৈজ্য জানান, “অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”