বিষমুক্ত সবজি চাষে সফল দোয়ারাবাজারের কৃষক আকবর আলী


শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাছনবাহার গ্রামের ৫৫ বছর বয়সী আকবর আলী এখন শুধুই একজন কৃষক নন—তিনি এলাকাবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম। এক সময় সিলেট শহরে চালের দোকানে কাজ করা এই মানুষটি আজ বিষমুক্ত সবজি চাষে এলাকায় নতুন দিগন্তের সূচনা করেছেন।

বিশেষ করে ঢেঁড়স চাষে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা এখন আশেপাশের গ্রামেও উদ্দীপনার জোয়ার তুলেছে। মাত্র ১০ শতক জমিতে আধুনিক জাতের ‘মেটাল সীড’ ঢেঁড়স চাষ করে অল্প খরচে লাভবান হয়েছেন তিনি। শুরুতে ৪-৫ হাজার টাকা খরচ করলেও ইতোমধ্যে ৪৫ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করেছেন বাজারে। প্রতি দুইদিন পরপর ১ মণ করে ঢেঁড়স উত্তোলন করছেন, যা বাজারে চাহিদাসম্পন্ন একটি পণ্য হিসেবে বিক্রি হচ্ছে ৫০-১৫০ টাকা প্রতি কেজি দরে।

আকবর আলী জানান, “২০০৮ সালে শহরের চাকরি ছেড়ে ফিরে এসে কৃষিকেই জীবনের অবলম্বন হিসেবে নিয়েছি। ঢেঁড়স ছাড়াও আমি বিভিন্ন মৌসুমি সবজি চাষ করি—যেমন বেগুন, কাকরোল, করলা, ফুলকপি, পেঁপে, লালশাক ইত্যাদি। বছরে আয় হয় ৪-৫ লক্ষ টাকা।”

তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ এবং সময়োপযোগী কৃষি পরামর্শ। উপজেলা কৃষি বিভাগ থেকে পাওয়া সহায়তা এবং নিয়মিত পরিদর্শনের ফলেই আকবর আলীর জমিতে সবজি উৎপাদন হয়েছে অধিক ও মানসম্মত।

স্থানীয় প্রবীণ কৃষক আব্দুল আলী বলেন, “আকবর আলী আগে অনেক কষ্ট করেছে। এখন সে বিষমুক্ত সবজি চাষ করে নিজের পরিবার চালায় আর অন্যদেরও উদ্বুদ্ধ করে।”

উপজেলার কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন জানান, “আকবর আলীর মতো চাষিরা কৃষির নতুন সম্ভাবনা দেখাচ্ছেন। ঢেঁড়স চাষে তার সাফল্য এলাকার কৃষকদের মাঝে ইতিবাচক পরিবর্তন এনেছে।”

আকবর আলীর গল্প শুধু একটি কৃষকের সাফল্য নয়, বরং তা গ্রামীণ কৃষির আত্মনির্ভরতার প্রতীক। তার দেখানো পথ অনুসরণ করে অনেকেই এখন নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন—যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন