আবারও এলপি গ্যাসের দাম কমলো, জানুন নতুন দর


ভোক্তাদের জন্য এলো স্বস্তির খবর—এলপি গ্যাসের দাম কমলো। চলতি মে মাসে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, দাম কমেছে ১৯ টাকা। নতুন এ মূল্য আজ রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের মূল্য হ্রাস পাওয়ার কারণে অভ্যন্তরীণ বাজারে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। এ সিদ্ধান্তে সবচেয়ে উপকৃত হবেন সাধারণ ভোক্তারা, যারা মাসে মাসে গ্যাসের বাজেট নিয়ে চিন্তিত থাকেন।

শুধু রান্নার গ্যাস নয়, কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৫ টাকা ৫৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা। ফলে প্রতি লিটারে ৮৪ পয়সা কমানো হয়েছে। এ সিদ্ধান্তে উপকৃত হবেন সিএনজি চালিত যানবাহনের চালক ও মালিকেরা।

উল্লেখযোগ্যভাবে, গত এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। এর আগে ৩ মার্চ ২০২৫ সালে দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়। তারও আগে ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ, বিগত কয়েক মাসে এলপি গ্যাসের দাম ওঠানামা করলেও, মে মাসে আবারও এলপি গ্যাসের দাম কমলো—এটি ভোক্তাদের জন্য এক ইতিবাচক বার্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন