কানাইঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


কানাইঘাট প্রতিনিধি ::
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিক সেন্টার থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল-নূর টাওয়ারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ফয়েজ আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নায়েবে আমীর ও ফেডারেশনের জেলা উপদেষ্টা হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন খান, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, উপদেষ্টা মাস্টার ফয়সল আহমদ ও মাওলানা মাহবুবুর রহমান এবং পৌর শাখার উপদেষ্টা ইকবাল হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর সভাপতি জুবায়ের আহমেদ ইউসুফ, উপজেলা সহ-সভাপতি আবু ত্বায়িব শামিম, আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক ব্যাংকার কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, সমাজসেবা সম্পাদক হাফিজ দিলওয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক সবজেল আহমদ, সহ-সভাপতি হাদে আহমদ, আব্দুল খালিক কালাই ও ভূইয়া আহমেদ।

এছাড়া সমাবেশে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ—পরিবহন, নির্মাণ, মিনি পাওয়ার টিলার ও দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন