সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আক্রান্ত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া নিজেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সংগঠক আব্দুল আহাদ এবং সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য কাঁচা মিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিরগাঁও গ্রামের আব্দুস সোবহান এবং স্বাগত বক্তব্য দেন মির্জারগাঁও গ্রামের মুরব্বী আবুল খয়ের জালালাবাদী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক কাস্টমস কর্মকর্তা ও শিক্ষাবিদ মুহিবুর রহমান কিরণ, আইনজীবী কল্যাণ চৌধুরী, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, রামপাশা ইউনিয়নের মেম্বার আয়াজ আলী, লামাকাজী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার সোহাদা বেগম ও পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন মাষ্টার।
এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট হাবিবুর রহমান, ব্যবসায়ী মিছবাহ উদ্দিন, সাজিদুর রহমান সুহেল, সেবুল আফসারী, রহমত আলী মামুন, নূরুল আমিন ও হাবিবুর রহমান মনুসহ আরও অনেকে প্রতিবাদে সরব ছিলেন। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ এলাকার চেয়ারম্যানের ওপর এমন বর্বরোচিত হামলা কারো জন্যই মঙ্গলজনক নয়। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকায় অশান্তি বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।