সিলেট জেলা আ.লীগের শীর্ষ নেতা মাহফুজ কারাগারে


সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে বিচারক শরিফুল হক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় তার আইনজীবী জামিন আবেদন করেন, যার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোববার।

এর আগে ভোররাতে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ বিষয়ে ওসি জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন