জকিগঞ্জে কৃষি কর্মকর্তার গাড়িচালকের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ


জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িচালক আবু হানিফের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার দাস তদন্ত শুরু করেছেন।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মাইজকান্দি, কসকনকপুর ও কেছরী গ্রামের অন্তত সাতজন ভুক্তভোগী। তারা দাবি করেন, কৃষি কার্ড ও চাকরি দেওয়ার কথা বলে আবু হানিফ তাদের কাছ থেকে ১৫ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। কেউ কেউ টাকা ফেরত পেলেও অধিকাংশ এখনো পাননি।

এছাড়া ভূমি অফিসের এক নিরাপত্তা প্রহরীর আসবাবপত্র বিক্রির অভিযোগ এবং অফিসের পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে পরকীয়ার মাধ্যমে বিয়ে করে পরে তালাক দেওয়ার ঘটনাও রয়েছে। এসব নিয়ে কৃষি অফিসে চরম অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।

অভিযোগ অস্বীকার করে আবু হানিফ বলেন, “চাকরির বিষয়ে আত্মীয়ের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছি। একটি মহল ষড়যন্ত্র করছে।” তার স্ত্রী দিলারা বেগম বলেন, “বিয়ের পর আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মুমিন বলেন, “কিছু অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন