জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ১৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন লোহারমহল বিওপি'র একটি আভিযানিক টহল দল জকিগঞ্জ উপজেলার বেগুড় এলাকায়, সীমান্ত থেকে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
অভিযানে ৯ হাজার ৮০০ পিস ভারতীয় ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন সিমসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৬০ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে, গত শনিবার ও রবিবার ১৯ বিজিবি'র জৈন্তাপুর, সুরইঘাট ও লালাখাল বিওপি'র পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস Nemus Pediatri Bath Gel, ৫০০ পিস Clincy-N-Gel, ২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট, ৭ হাজার ২৯ প্যাকেট পাতার বিড়ি এবং ২ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৭৬ হাজার ৪৪০ টাকা।
এ বিষয়ে ১৯ বিজিবি'র অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকার নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”