নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার উপজেলা আ.লীগ নেতা এমএজি বাবর, শিহাব উদ্দিন ও যুবলীগ নেতা সুমনের রিমান্ড শুনানি আজ শনিবার সিলেটের আদালতে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এসআই আব্দুল্লাহ আল মোমেন তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আজকের দিন ধার্য করেন। তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, গত বছর ৪ আগস্টের ঘটনার পর দায়ের হওয়া চার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আসামি হয়েছেন। অনেকেই ইতোমধ্যে আত্মসমর্পণ করেছেন।