জকিগঞ্জে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

চ্যাম্পিয়ন ইছামতি ডিগ্রি কলেজ, রানার্সআপ সীমান্তিক ফুটবল একাদশ

স্টাফ রিপোর্টার:

উৎসবমুখর পরিবেশে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে ইছামতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই ফাইনাল খেলাটি যেন পরিণত হয়েছিল এক প্রীতিমেলা।

ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইছামতি ডিগ্রী কলেজ ফুটবল একাদশ ও শক্তিশালী প্রতিপক্ষ সীমান্তিক ইন্টারন্যাশনাল ফুটবল একাদশ। দর্শকপূর্ণ মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইছামতি ডিগ্রি কলেজ এবং অর্জন করে চ্যাম্পিয়নশিপ ট্রফি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে তখন উল্লাসে ফেটে পড়ে খেলোয়াড় ও সমর্থকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিরাজ, সহ-সভাপতি কাজী সাদিক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিনহাজসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তানজিম, আদনান আহমদ, নাহিম আহমদ, মিনহাজ ও আরিফ আহমদ।

ছাত্রদলের এমন উদ্যোগ এলাকায় ক্রীড়াচর্চা ও যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে নিঃসন্দেহে প্রশংসনীয় ভূমিকা রাখবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন