জকিগঞ্জ প্রতিনিধি :
একটি মুহূর্তের ভুল, আর তাতেই থমকে গেল স্বাভাবিক পথচলা। প্রতিযোগিতার নামে জীবনের ঝুঁকি নিয়ে চালানো সিএনজির গতি থামল মুখোমুখি সংঘর্ষে। জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের উজিরপুর এলাকায় রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আছেন ঢাকার খ্যাতনামা ইসলামি ব্যক্তিত্ব ও গুলশানের শহরআলী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাসেমীর পুত্র গুলজার আহমদ।
গুলজার আহমদ ও তার স্ত্রী সিএনজিতে করে জকিগঞ্জের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। হঠাৎ করেই যাত্রা পরিণত হয় এক বিভীষিকায়।
“চালক বারবার গর্ত এড়িয়ে ওভারটেক করার চেষ্টা করছিল। আমি তাকে অনুরোধ করেছিলাম ধীরে চালাতে, কিন্তু সে যেন প্রতিযোগিতায় নেমেছিল! একটু পরেই সামনের দিক থেকে আসা আরেকটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই আমাদের মাথায় যেন বজ্রাঘাত হয়,”—কথাগুলো বলছিলেন আহত গুলজার আহমদ, চোখে ভয় ও বিস্ময়ের ছাপ স্পষ্ট।
স্থানীয়রা জানান, জকিগঞ্জ-শেওলা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে। জায়গায় জায়গায় বড় গর্ত, নেই কোনো কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “সিএনজি চালকদের মধ্যে প্রতিযোগিতা চলে—কে আগে যাবে, কে দ্রুত যাবে। অথচ যাত্রীদের জীবনের মূল্য যেন তাদের কাছে কিছুই না। এমন ঘটনার পর প্রশাসনের উচিত এই সড়কে কঠোর নজরদারি ও চালকদের সচেতনতা বৃদ্ধি করা।”
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে—এই অব্যবস্থাপনায় আর কত প্রাণ ঝরে যাবে?