বাজার ইজারায় নতুন ইতিহাস, নিলামে জমজমাট প্রতিযোগিতা জকিগঞ্জে


জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ পৌরসভার অধীন জকিগঞ্জ বাজারের ইজারা নিয়ে এবার তৈরি হয়েছে নজিরবিহীন প্রতিযোগিতা ও স্বচ্ছতা। সোমবার (২৬ মে) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে ২৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৭ লক্ষ ২০ হাজার টাকায় বাজার ইজারা লাভ করেন বিএনপি নেতা আব্দুস সালাম।

১৪৩২ বঙ্গাব্দের জন্য (২৭ বৈশাখ থেকে ৩০ চৈত্র) বাজার ইজারার এ নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন পৌর প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ।

নিলাম পরিচালনা করেন পৌরসভার হিসাব সহকারী সোহেল আহমদ। নিলামে অংশগ্রহণকারীরা পৌরসভার নির্ধারিত দর ১৮,৮৭,৫০০ টাকার ৩০ শতাংশ জামানত জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী ও বাজার খাস আদায় কমিটির সদস্য সচিব মো. আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, পৌরসভার নয়টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

এছাড়াও জকিগঞ্জ উপজেলার সামনের অস্থায়ী মাছ বাজারের ইজারা ৬১ হাজার ১০০ টাকায় লাভ করেন আতিকুর রহমান। এ নিলামে অংশগ্রহণ করেন ৪১ জন।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক বলেন, “পৌরসভা সরাসরি বাজার থেকে খাজনা আদায় করলে কাঙ্ক্ষিত রাজস্ব আসে না। অথচ নিলামের মাধ্যমে তা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তাই প্রতিবছর স্বচ্ছ টেন্ডারের মাধ্যমেই ইজারা দেওয়া হয়।”

স্থানীয়দের মতে, এবারের নিলাম ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও স্বচ্ছ, যা জনমনে আস্থা তৈরি করেছে এবং পৌরসভার রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন