গোলাপগঞ্জ থেকে জকিগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সিলেটের গোলাপগঞ্জে হেতিমগঞ্জ মোল্লাগ্রামের একটি ভাড়া বাসা থেকে লাকি বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩ মে) দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত লাকি বেগম জকিগঞ্জ উপজেলার  এওলাসার গ্রামের অটোরিকশা চালক আব্দুর রশিদের স্ত্রী।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত লাকি বেগম চার সন্তানের জননী ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন