জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪


জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জের ভরণবাজারে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণসুলতানপুর মহিলা হাফিজিয়া মাদ্রাসার সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছে একটি নিষ্পাপ শিশু, এক তরুণী, একজন বৃদ্ধ এবং এক যুবক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে—ঘটনার মুহূর্তেই বাতাস কেঁপে ওঠে চিৎকার-আর্তনাদে। চারদিকে ছুটাছুটি আর আতঙ্ক, যেন থমকে যায় সময়। ক্ষতবিক্ষত আহতদের কাতর মুখ দেখে অনেকেই কান্না সংবরণ করতে পারেননি।

স্থানীয় মানবিক মানুষরা দেরি না করে এগিয়ে আসেন। আহতদের কোলে করে, কাঁধে করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে আহতদের পরিচয় মিলেছে— তারা হলেন, পিল্লাকান্দি গ্রামের সাঈদ মিয়ার ছেলে আল-আমিন (২৮), একই গ্রামের মিসবাহ উদ্দিনের ছোট্ট মেয়ে তানিয়া বেগম (৬), বড়পাথরের জসিম উদ্দিন (৫০) এবং ভরণ গ্রামের লুৎফা বেগম (১৭)। তাদের মধ্যে শিশু তানিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির নিস্তেজ মুখ দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে।

এই দুর্ঘটনার খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সচেতন মহল মনে করছেন, বেপরোয়া গতি ও যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবই এমন দুর্ঘটনার জন্য দায়ী।

জীবনের এই অনাকাঙ্ক্ষিত ক্ষণ যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—সড়কে নিরাপত্তার প্রশ্নে আমাদের কতটা পিছিয়ে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন