বিশ্বনাথ প্রতিনিধি :
ভোরবেলা হাঁটতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক বৃদ্ধ। নিহত ব্যক্তির নাম আব্দুল করিম শিকদার, বয়স আনুমানিক ৬০ বছর। তিনি দেওকলস ইউনিয়নের ভগিরচক গ্রামের বাসিন্দা এবং সাতির মিয়া শিকদারের ছেলে।
শুক্রবার (৯ মে) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে উপজেলার কজাকাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো করিম শিকদার সকাল সকাল হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি বাগিছা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির অনটেস্ট সিএনজি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে আটকে গিয়ে গুরুতর আহত হন।
সঙ্গে সঙ্গে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।