বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের হোসাইনের



বিয়ের জন্য সিলেট শহর থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন হোসাইন আহমদ (২৫)। মঙ্গলবার (৬ মে) সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে দুপুর ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সময় হোসাইনের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন কাওসার আহমদ নামে আরও এক যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে, কাওসার সামান্য আহত হলেও গুরুতর অবস্থায় ছিলেন না এবং অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।

নিহত হোসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৯ মে (শুক্রবার) কালিগঞ্জের ফারহানা অ্যান্ড আয়েশা কমিউনিটি সেন্টারে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন একই উপজেলার গোটারগ্রাম  এলাকার বাসিন্দা । ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছিল।

হোসাইনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতমে ভেসে গেছে পুরো এলাকা। হোসাইনের পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন শোকের সাগরে ডুবে গেছে। যেই বাড়িতে দুই দিন পর আনন্দের বন্যা বইবার কথা ছিল,কথা ছিল, সেই বাড়িটি আজ অশ্রুজলে ভাসছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় থানায় কেউ এখনও কোনো অভিযোগ বা তথ্য দেয়নি। সংবাদকর্মীদের মাধ্যমেই তারা ঘটনাটি জেনেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হলে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন