জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে, প্যানেল চেয়ারম্যানকে দেওয়া ভারপ্রাপ্ত দায়িত্ব কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ (রুল) জারি করেছেন আদালত।
চেয়ারম্যান রফিকুল ইসলামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মজুমদার রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রফিকুল ইসলাম জানান, দুটি ফৌজদারি মামলায় আত্মসমর্পণ করে তিনি কিছুদিন জেল হাজতে ছিলেন। এই অনুপস্থিতির সময়ে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ১৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসকের কাছে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।
তবে যথাসময়ে তার আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট (নম্বর ৬৪৯৪/২০২৫) দায়ের করেন। হাইকোর্ট ১৫ দিনের মধ্যে তার আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন এবং রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের ৩ সপ্তাহ সময় দেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর দায়ের হওয়া দুটি মামলায় রফিকুল ইসলামের নাম রয়েছে। একটি মামলার বাদী জাফর আহমদ এবং অপরটির বাদী মিলন আহমদ। মামলাগুলোতে রফিকুল ইসলামের পাশাপাশি ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, আশরাফুল আম্বিয়াসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি আসামি হিসেবে রয়েছেন। একই মামলায় অভিযুক্ত অন্য চেয়ারম্যানরা দায়িত্ব পালন করলেও রফিকুল ইসলামকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।